Hit enter after type your search item
Gaming World

The Best Gaming Info

Best Agent Bank In Bangladesh

/
/
/
2522 Views

Best Agent Bank In Bangladesh

এজেন্ট ব্যাংক অতি পরিচিত একটি শব্দ।  বাংলাদেশে ব্যাংক এশিয়া বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে অনেক এগিয়েছে।  বিশেষ করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত এলাকার মানুষ ব্যাংকিং করার সুবিধা পেয়েছে।  

 

এখন এমন একটা পর্যায় চলে এসেছে যে এমন কোনো ইউনিয়ন নেই যেখানে এজেন্ট ব্যাংকিংয়ের ছোঁয়া নেই।  এমনকি ইউনিয়ন ভিত্তিক বাজার ছাড়াও গ্রাম কেন্দ্রিক বাজার গুলোতেও  এজেন্ট ব্যাংকিং হচ্ছে। অনেক ক্ষেত্রে এজেন্ট ভালো করছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এজেন্ট ক্ষতির সম্মুখীন হয়ে এজেন্টশীপ ছেড়ে দেয়।  তবে যারা প্ল্যান করে এজেন্ট ব্যাংকিং ব্যবসা করছে তারা পূর্বের ক্ষতি পুষিয়ে অনেক ভালো লাভের মুখ দেখছে।  

 

যেহেতু এজেন্ট ব্যাংকিং বিজনেসটা মূলত ডিপোজিট নির্ভর তাই যারা এজেন্টশীপ নিচ্ছেন তারা সমাজে যদি একটা ভালো অবস্থানে থাকেন বা পরিচিত মুখ হন তাহলে তার জন্য এজেন্ট ব্যাংকিং বিজনেস টা সহজ হয়।  এজেন্ট ব্যাংকিং শুধু বিজনেস তা কিন্তু না এজেন্ট ব্যাংকিং বিজনেস এর পাশাপাশি সেবা প্রদান করে থাকে। 

 

বাংলাদেশে কয়েকটা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে খুব ভালো করছে।  এবং তাদের এজেন্ট মালিক মোটামুটি সবাই ভালো প্রফিট করছে।  এজেন্ট ব্যাংকিংয়ে যেসব ব্যাংক ভালো করছে তাদের মধ্যে অন্যতম হলো 

Best Agent Bank list In Bangladesh

১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড /Islami Bank Bangladesh Limited

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ে সব থেকে বেশি এগিয়ে।  ইসলামী ব্যাংক প্রায় প্রতিটি ইউনিয়ন এ তাদের এজেন্ট শাখা ওপেন করেছে।  আর গ্রাহক সংখ্যাটাও অনেক বেশি।  সব সময় দেখা যায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাতে জনসমাগম থাকে।  এজেন্টরাও ভালো করছে। 

 

২. ব্যাংক এশিয়া / Bank Asia

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং  শুরু করে প্রথমে।  তারা বাংলাদেশের সবগুলো জেলা কাভার করেছে তাদের ডিজিটাল সেন্টার এর মাদ্ধমে।  এছাড়াও তাদের এজেন্ট গুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে যার কারণে অনেক ভালো একটা অবস্থানে আছে ব্যাংক এশিয়া। 

 

৩. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক / Mutual Trust Bank

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০১৬ সালে এজেন্ট ব্যাংকিং শুরু করে।  ১ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেন কিছুদিন আগে।  সার্ভিস কোয়ালিটি বেশ ভালো এটা বলার অপেক্ষা রাখে না।  কারণ ২০২১ সালে সেরা কমপ্লায়েন্স ব্যাংক এর কৃতিত্ব অর্জন করেছে ব্যাংকটি। 

Read Related Article MTB Agent Banking Process

৪. আল আরাফা ইসলামী ব্যাংক 

আল আরাফা ইসলামী ব্যাংক খুব ভালো করছে এজেন্ট ব্যাংকিংয়ের দিক থেকে।  দ্রুত সময়ে মার্কেট ধরতে সক্ষম হয়েছে আল আরাফা এজেন্ট ব্যাংকিং।  ইসলামী ধারার ব্যাংকিং হওয়ায় খুব দ্রুত গ্রাহক ধরতে ও রেমিটেন্স এর দিক থেকে অনেক এগিয়ে আছে। 

 

৫. ব্র্যাক ব্যাংক 

ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং নিয়ে আসে সম্প্রতি।  তারা আসলেই অনেক কম সময়ে অনেক ভালো একটা অবস্থান করেছে।  ৫০০ এর বেশি এজেন্ট আউটলেট করতে সক্ষম হয়েছে।  ব্র্যাক ব্যাংক সব থেকে বেশি এগিয়ে ঋণ প্রদানের ক্ষেত্রে।  এজেন্ট ও অনেক ভালো করছে অর্থাৎ প্রফিট এর মুখ দেখছে দ্রুত সাথে কাজের গতিও বাড়ছে। 

 

এই ব্যাংক গুলো বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ভালো অবস্থান করে নিয়েছে আর নতুন যেসব ব্যাংক এজেন্ট ব্যাংক সেবা নিয়ে মার্কেট এ নেমেছে তারাও ভালো অবস্থান তৈরী করছে।  আগামী দিনগুলোতে এজেন্ট ব্যাংকিং বিজনেস আরো বেশি সম্প্রসারিত হবে এবং স্মার্ট ব্যবসা হিসাবে বেশি পরিচিত হবে। 

 

Click to rate this post!
[Total: 1 Average: 4]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
Gaming World 2020. All Rights Reserved.
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :