Hit enter after type your search item
Gaming World

The Best Gaming Info

Xiaomi Upcoming Mobile 2021

/
/
/
699 Views

Xiaomi Upcoming Mobile 2021

শাওমি ফোন খুব কম সময়ের মধ্যে বিশ্ব বাজারে তাদের অবস্থান পোক্ত করে নেয় তাদের সময় উপযোগী মোবাইল নিয়ে এসে। তারা গ্রাহকের চাহিদা এবং দামের বিষয়টি মাথায় রেখে আপডেট ফিচারের সব মোবাইল বাজারে আনতে থাকে এবং খুব কম সময়েই বাজার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই থেকে এখনো পর্যন্ত তারা গ্রাহকের বাজেট এর দিকে লক্ষ্য রেখে চাহিদা অনুযায়ী তৈরী করে যাচ্ছে নতুন নতুন মডেলের ফোন।

শাওমি একমাত্র ফোন যেটি খুব কম সময়ে অবিশ্বাস্য জনপ্রিয়তা পায়।
শাওমি খুব কম সময়ে অনেক মডেলের ফোন বাজারে নিয়ে আসছে। প্রতি বছর ৮-১০ টা মডেলের ফোন বাজারে থাকেই।

তো আমরা এখন জানবো শাওমি মোবাইলের upcoming কোন ফোনগুলো আছে তাদের দাম এবং ফিচার সম্পর্কে।

শাওমি আপকামিং মোবাইল ২০২১

Xiaomi Mi Mix Fold
যে ফোন গুলো বাজারে আসছে তার ভিতরে অন্যতম হলো Xiaomi Mi Mix Fold . এই ফোন টির দাম অন্যান্য ফোনের তুলনায় একটু বেশি। যদিও Xiaomi Mi Mix সিরিজের ফোন গুলোর দাম প্রথম থেকেই একটু বেশি। তারপর এই ফোনটির দাম একটু বেশি। মিড্ লেভেল এর ইউজার দের জন্য এই ফোন টি নয়।

চলুন দেখি Xiaomi Mi Mix Fold এ কি কি ফিচার থাকছে ব্যাবহারকারীদের জন্য।

প্রসেসর
Octa Core প্রসেসর ২.৮৪ GHz, Snapdragon ৮৮৮ যা এই পর্যন্ত সেরা একটা প্রসেসর ফ্ল্যাগশিপ মোবাইল। আর্কিটেকচার ৬৪ বিটের, গ্রাফিক্স Andreno ৬৬০.

Storage
Xiaomi Mi Mix Fold এ পাবেন ১২ জিবি RAM
ROM থাকছে ২৫৬ জিবি। কোনো মেমোরি যুক্ত করার সুযোগ থাকছে না।

Camera
ব্যাক ক্যামেরা থাকছে তিনটা ১০৮ মেগাপিক্সেল , ৮ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল।
ইমেজ রেজুলেশন হবে ৯০০০*১২০০০ পিক্সেল।
সেলফি ক্যামেরাতে থাকছে ২০ মেগাপিক্সেল এর হাই রেজুলেশন ক্যামেরা।

Display
যেকোনো ফোনের জন্য display ক্রেতার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। Xiaomi Mi Mix Fold এ দারুন কালার display ব্যবহার করা হয়েছে।
Bezel Less AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে
৮ ইঞ্চি display size.
১৮৬০*২৪৮০ পিক্সেল ডিসপ্লে রেজুলেশন।
৩৮৮ PPI Pixel Density.

৩১৭ গ্রাম ওজনের ফোন এটি।
সিরামিক এবং ব্ল্যাক কালার পাওয়া যাবে
৫G নেটওয়ার্ক সিস্টেম, দুইটা সিম ব্যবহার করা যাবে।
দুইটা সিমে একসাথে ৪জি সাপোর্ট করবে।

ব্যাটারী
৫০২০ mAh ব্যাটারী যা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন।
এন্ড্রোইড ভেকেশন থাকবে V ১০(Q )
এবং কাস্টম UI : MIUI
দাম : Expected প্রাইস হবে ১১১,৭৯০ রুপি

Click to rate this post!
[Total: 0 Average: 0]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar
Gaming World 2020. All Rights Reserved.
Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views : Ad Clicks : Ad Views :